বাংলা বাংলা English English
সর্বশেষ সংবাদ
স্কুল অভ দা হলি কুরআন এর সাফল্য অর্জন-স্কুল অভ দা হলি কুরআন এর ১ম এস.এস.সি ব্যাচের ২১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ২ জন গোল্ডেন এ+ সহ ৭ জন এ+ এবং ১৪ জন এ গ্রেড পেয়ে সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছে। লাইলাতুন নিছফি মিন শা’বান উপলক্ষে ছুটি ঘোষণা (আগামী ২৬.০২.২০২৪ খ্রি. সোমবার স্কুলের সকল পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২৭.০২.২০২৪ খ্রি. মঙ্গলবার হতে যথারীতি স্কুলের পাঠদান কার্যক্রম চলবে ইনশাআল্লাহ্।) গত ১২/০২/২০২৪ খ্রি. স্কুল অভ দা হলি কুরআন এর ২০২৪ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের দু’আ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় স্কুল অভ দা হলি কুরআন এখন জয়পুরহাট Half-Yearly 2023 Exam Notice (Play, Nursery, KG)

চেয়ারম্যানের বাণী

সম্মানিত অভিভাবক,

আসসালামু আলাইকুম.

সন্তানকে ইসলামি শিক্ষায় শিক্ষিত করা প্রত্যেক মুসলিম পিতা-মাতার জন্য ফরজ।
আল্-হামদুলিল্লাহ্, শিশুবান্ধব আনন্দময় এসি ও মাল্টিমিডিয়া সমৃদ্ধ পরিবেশে ইসলামি ও স্কুল শিক্ষার সমন্বয়ে গড়ে উঠেছে একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান “স্কুল অভ দা হলি কুরআন”। এখানে নার্সারি শ্রেণি থেকে স্পোকেন ইংলিশ বাধ্যতামূলক। হাতের লেখা ও ড্রইং এর জন্য প্রশিক্ষিত শিক্ষক এবং আধুনিক শিক্ষা উপকরণের ব্যবস্হা রয়েছে।
এখানে একজন শিক্ষার্থী PECE পাশের পাশাপাশি আন্তর্জাতিক মানের কুরআন তিলাওয়াত শিখবে,কুরআনের পূর্ণ বা আংশিক হাফেজ হবে,ইংরেজি ও আরবি ভাষায় অভ্যস্থ হবে।
এখানে JSC পাসের পাশাপাশি কুরআনের অনুবাদ শিখবে,SSCপাশের পাশাপাশি কুরআনের তাফসির শিখবে এবং HSC পাসের পাশাপাশি সংকলিত দাওরায়ে হাদিস শেষ করবে,ইনশাআল্লাহ্।
এছাড়া এখানে একজন শিক্ষার্থী মদিনা বিশ্ববিদ্যালয়, আল-আযহার বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার উপযোগি হয়ে গড়ে উঠবে। আর দেশি বিশ্ববিদ্যালয়,প্রকৌশল ও মেডিকেল পড়ার সুযোগ খোলা থাকছেই।
সুতরাং এখানে আপনি সন্তানকে ভর্তি করে আপনার ফরজ দায়িত্ব পালন এবং দুনিয়া ও আখিরাত উভয় ক্ষেএে তাকে সকল হতে সহায়তা করুন।

আলহাজ্ব মোঃ নাহিদুজ্জামান নিশাদ
চেয়ারম্যান