প্লে থেকে ৪র্থ শ্রেণি পর্যন্ত: স্কুল কর্তৃক নির্ধারিত কালো ও সবুজ
চেক কাপড়ের বেবি ফ্রক, বেবি কলার, হাতার কফ, নিচের অংশে দুটি কালো কাপড়ের বর্ডার, কালো বেল্ট, সাদা হিজাব (নিচে ও মাথার উপর কালো ও সবুজ কাপড়ের বর্ডার), সাদা পায়জামা, নেভী ব্লু কার্ডিগান (শীতকালের জন্য)।
পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত: স্কুল কর্তৃক নির্ধারিত কালো
ও সবুজ চেক কাপড়ের বোরখা (কলার, মাঝের প্লেট, হাতার কফ কালো কাপড়ের), সাদা হিজাব (নিচের ও মাথার উপর কালো ও সবুজ চেক কাপড়ের বর্ডার), সাদা পায়জামা, নেভী-ব্লু কার্ডিগান (শীতকালের জন্য)।
ছাত্রদের ইউনিফর্ম
স্কুল কর্তৃক নির্ধারিত কালো ও সবুজ চেক কাপড়ের পাঞ্জাবি (কলার, বুকের প্লেট ও হাতার কফ কালো কাপড়ের), সাদা টুপি, সাদা পায়জামা, নেভী ব্লু সোয়েটার, (শীতকালের জন্য)।